+88 017 3047 6861 [email protected]
Select Page

লিবিডল

 

উপাদান:

প্রতি ট্যাবলেটে আছে-

আলকুশী শুষ্কসার (Mucuna pruriens dry ext.)                        ২৫০ মি. গ্রা.

 

সূত্র: বা.জা.আ. ফ,২০০৯

বর্ণনা:

লিবিডল যৌন স্বাস্থ্য সুরক্ষা,স্নায়ুবিক ও মানসিক সামর্থবৃদ্ধি, যৌবন উত্তর যৌনরসের ঘাটতি পূরণ করে পুরুষ হরমোন টেস্টোস্টেরন ও স্ত্রী হরমোন ইস্ট্রোজেন জৈব সংশ্লেষণে সাহায্য করে। যার কারণে শুক্র উৎপাদন পায়, যৌন আকাঙ্খা বৃদ্ধি পায়, শুক্রতারল্য ও অসময়ে দ্রুত বীর্যপাত রোধ হয় ,নারীর কামশীতলতা দূর হয়, লৈঙ্গিক উচ্ছাস বৃদ্ধি পাওয়ায় যৌন সম্ভোগ আনন্দদায়ক হয়। একক ভেষজ আলকুশী লিবিডলের সক্রিয় উপাদান। আলকুশি স্নায়ুতাড়নাবাহক বা নিউরোট্রান্সমিটারসমূহের যোগানদাতা ডোপামিনের নিরাপদ প্রাকৃতিক উৎস এল ডোপা বা লেভাডোপা সমৃদ্ধ যা স্নায়ুস্বাস্থ্যের উন্নতি, রক্তচাপ হ্রাস ও কলেস্টেরল হ্রাস ও রক্তশর্করা হ্রাস করে। পারকিনসন ও বেলস পালসির মত স্নায়ুবিক রোগ নিরসন এবং অকালবার্ধক্য রোধে লিবিডল সাহায্য করে।

কার্যকারিতাঃ

স্নায়ুবিক দূর্বলতা, যৌন দূর্বলতা, শুক্রস্বল্পতা, শীঘ্রপতন, কামশীতলতা, উচ্চ রক্তচাপ, কলেস্টেরল আধিক্য, বহুমূত্র, শোথ, স্বল্পরজঃ, রজঃরোধ, জ্বরের প্রলাপ, কৃমি, পারকিনসন ডিজিজ, বেলস পালসি, মানসিক উদ্বেগ, বিষাদ, পীড়ন, অনিদ্রা, বুদ্ধিজড়তা, সাধারণ দূর্বলতা

সেবনবিধি ও সেবনমাত্রা:

 ১-২ ট্যাবলেট দিনে ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য । 

পার্শ্বপ্রতিক্রিয়াঃ

নির্দেশিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশ ও সতর্কতাঃ

অপ্রাপ্তবয়স্ক, অতিশয় দূর্বল, বৃক্ক রোগী, গর্ভবতী, স্তন্যদাত্রী ও লিবিডলের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল ব্যক্তির সেবন নিষিদ্ধ। বহুমূত্র, কোলেস্টেরল আধিক্য, উচ্চরক্তচাপ, উদ্বেগ রোগের ঔষধ ও ডোপামিন ও সেরোটেনিন জাতীয় ঔষধ সেবনকালে চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধের মাত্রা ও ব্যবহার নির্ধারণ করা আবশ্যক। ঔষধটি এক নাগাড়ে বেশি দিন ব্যবহার সমীচীন না, প্রয়োজনে বিরতি দিয়ে ব্যবহার করা যায় ।

সংরক্ষণ:

 আলো থেকে দূরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন । সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিবেশনাঃ

প্রতি প্লাষ্টিক কনটেইনারে ২০ ট্যাবলেট রয়েছে ।