+88 017 3047 6861 [email protected]
Select Page

সঞ্জিবন- জি

 

উপাদানঃ

প্রতি ৫ মিলিতে আছে-

অশ্বগন্ধা                                     ০.২১ গ্রাম

আলকুশি                                    ০.২১ গ্রাম

শতাবরী                                     ০.২১ গ্রাম

বলা                                          ০.২১ গ্রাম

দ্রাক্ষা                                         ০.২১ গ্রাম

জাতীফল                                    ০.১০ মি. গ্রা.        

এলাচ                                        ৯.২০ মি. গ্রা.

নাগকেশর                                   ৯.২০ মি. গ্রা.

 

সূত্র: সঞ্জীবনী রসায়ন, বা.জা.আ. ফ,২০০৯

বর্ণনাঃ

মানবদেহের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, বিরল মৌলকণা ও ভেষজ রাসায়নিক উপাদান সমৃদ্ধ উদ্ভিজ ভেষজের নির্যাসে উৎপাদিত  সঞ্জিবন- জি দ্রæত শরীরে বিপাক ও শোষিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গের  কোষ-কলায় পৌঁছে যায় । পৌষ্টিক ও প্রয়োজনীয় উপাদান সর্বত্র  পৌঁছে যাওয়ায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, হৃদপিন্ড, যকৃৎ, বৃক্ক, ফুসফুস প্রভৃতি অঙ্গপ্রত্যঙ্গের কাজ সুসংহত, স্বাভাবিক ও শক্তিশালী হয় । খাদ্যের বিপাক ও শোষণ স্বাভাবিক গতি  ফিরে পাওয়ায় অপুষ্টি দূর হয়, কলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, স্নায়ুবিক দুর্বলতা, যৌন দুর্বলতা দূর হয় । সঞ্জিবন- জি হৃদপিন্ডের শক্তিবর্ধক হিসেবে কাজ করে এবং উচ্চ রক্তচাপ  হ্রাস করে। পাকস্থলীর শক্তি বৃদ্ধি পাওয়ায় ক্ষুধামান্দ্য, অরুচি ও পাকান্ত্রের গোলযোগ দূর হয় । গর্ভাবস্থায়, স্তন্যদানকালে, রোগভোগকালে, অস্ত্রোপ্রচারের পূর্বে ও পরে, খেলাধুলা- আয়াসসাধ্য ব্যায়াম, অতিরিক্ত মানসিক চাপ ও স্নায়ুবিক অবসাদ মোকাবেলায় , অ্যান্টিবায়োটিক ও কতিপয় ঔষধ ব্যবহার কালে  সিরাপ সঞ্জিবন- জি কার্যকর পরম রসায়ন।

কার্যকারিতা ও রোগনির্দেশনাঃ

সঞ্জিবন-জি সাধারণ বলবর্ধক, মস্তিষ্কের শক্তিবর্ধক, স্নায়ুবিক শক্তিবর্ধক, শোণিতোচ্ছাস বা রক্তচাপহ্রাসক, অনিদ্রাকারক, শুক্রবর্ধক, বাজীকরণও রসায়ন । সঞ্জিবন-জি ভুক্তদ্রব্য হজম ও শোষণে সাহায্য করে ফলে সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা,  স্নায়ুবিক দুর্বলতা, যৌন দুর্বলতা শুক্রস্বল্পতা, দ্রুত রেতপাত, হৃদপিন্ডের দুর্বলতা, অপুষ্টি বা কৃশতা, কোষ্ঠকাঠিন্য ও মূত্রকৃচ্ছতা দূর হয় ।

মাত্রা ও সেবনবিধিঃ

প্রাপ্ত বয়স্কদের জন্যঃ ২-৪ চা চামচ ঔষধ দৈনিক ২ বার সেব্য ।

অপ্রাপ্ত বয়স্কদের জন্যঃ ১-২ চা চামচ ঔষধ দৈনিক ২ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ

নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশঃ

গর্ভাবস্থায়, স্তন্যদানকালে, রোগভোগের পর সঞ্জীবন জি সিরাপ অত্যন্ত উপযোগী । কোনরুপ প্রতিনির্দেশ নেই। তবে সিরাপ সঞ্জিবন জি এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ঔষধ ব্যবহার বন্ধ করা সমীচীন । 

সংরক্ষণ:

 আলো থেকে দূরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন । সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিবেশনাঃ

 PET বোতলে ৪৫০ মি.লি. সঞ্জিবন- জি সুস্বাদু ও সুগন্ধযুক্ত সিরাপ আকারে পরিবেশিত হয় ।