+88 017 3047 6861 [email protected]
Select Page

এ্যাজমো

 

কজ্জলী                                      ১৩৩.৩২ মিলিগ্রাম

শোধিত গন্ধক                               ৬৬.৬৬ মিলিগ্রাম

শোধিত স্বর্ণভষ্ম                           ১৩৩.৩২ মিলিগ্রাম

মুক্তা ভষ্ম                                    ৩৩.৩৩ মিলিগ্রাম 

লৌহ ভষ্ম                                  ১৩৩.৩২ মিলিগ্রাম

 

সূত্র: শ্বাসকাশ চিন্তামনি, বা.জা. আ. ফ, ২০০৯

বর্ণনা: খনিজ উপাদানে উৎপাদিত এ্যাজমো শ্বাস-কাশ হাঁপানির বিরুদ্ধে বহুল পরীক্ষিত একটি শক্তিশালী কার্যকর আয়ুর্বেদিক ঔষধ । ঔষধটির উপাদানসমূহ এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে শ্বাসযন্ত্রাদি শক্তিশালী হয়, শ্বাসটান অবদমিত হয় ও কফ শ্লেমা সহজে উৎসারিত হয় । দীর্ঘদিন তমক কাশ ও ক্ষুদ্র কাশে ভোগা রোগীর শারীরিক বলবৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রক্তস্বল্পতা ও জরগ্রস্ততা দূর করতে এ্যাজমো ট্যাবলেট অদ্বিতীয় ।

ভেষজ ক্রিয়া (Pharmacology)

কজ্জলী : বিশেষ প্রক্রিয়ায় শোধিত ও প্রক্রিয়াজাতকৃত কজ্জলী শ্বাসতন্ত্রের শক্তিবর্ধক হিসাবে কাজ করে। কজজলী ফুসফুসে জমা কফ নিঃসরণে সাহায্য করে, হাঁপানির শ্বাসটান মন্দিভ‚ত করে। কফঘ্ন কজ্জলী হিক্কা প্রশমিত করে।

শোধিত গন্ধক : শোধিত গন্ধক যোগবাহী রসায়ন কফবাতজ রোগের একটি উৎকৃষ্ট-নিদান। শুদ্ধ গন্ধক অন্ত্রে শোধিত হয়ে সালফাইডে রুপান্তরিত হয় ফলে বায়ুবাহী নালির গতি বৃদ্ধি পায় এবং কফ-কাশ উৎক্ষেপনে সাহায্য করে। পুরানো দূষিত কফ দূষণমুক্ত করতে জীবাণুনাশক হিসেবে গন্ধক সাহায্য করে।  

শোধিত স্বর্ণভষ্ম :  শোধিত স্বর্ণভষ্ম ফুসফুসের শক্তিবর্ধক, হৃদ্য, বল্য এবং ত্রিদোষনাশক । স্বর্ণভষ্ম উচ্চ মার্গের কফ নি: সারক হেতু কাশ ও শ্বাস নিরাময় করে। ইহা যক্ষা ও উরঃক্ষত জনিত কাশির উপদ্রব্যের পাশাপাশি হাঁপানির বিশেস করে বৃদ্ধ বয়সের ক্ষুদ্র কাশের শ্বাসকষ্ট দুর করে।

মুক্তা ভষ্ম : উত্তমরুপে শোধিত ও জারিত মুক্তভষ্ম দেহের পুষ্টিবর্ধন, অস্থিগঠন, হৃদপিন্ডের শক্তিবর্ধন ও শরীরের নানাবিধ হিতসাধনে অত্যাবশ্যক ক্যালসিয়ামের অন্যতম প্রাকৃতিক জৈব উৎস ।মুক্তভষ্ম দীর্ঘদিন শ্বাস-কাশ হাঁপানিতে ভোগা রোগীর শারীরিক পুষ্টিসাধনে বিশেষ উপযোগী । মুক্তা ভষ্ম সেবনে ক্ষুধাবৃদ্ধি পায়, দেহের প্রত্যন্ত অঞ্চলে ক্যালসিয়ামের সরবরাহ দ্রুত শারীরিক ক্ষয় পূরণে সাহায্য করে।

লৌহ ভষ্ম: উত্তমরুপে শোধিত ও মারিত লৌহ পিত্ত-শ্লেমানাশক, কফ-পিত্তজনিত রোগে বিশেষত পুরানো তমককাশ বা হাঁপানি ফলপ্রদ । দীর্ঘদিন কফ কাশ ও হাঁপানিগ্রস্ত রোগী প্রায়শ রক্তস্বল্পতা, অগ্নিমান্দ্য ও জরাব্যাধিতে ভুগে থাকে। লৌহভষ্ম রক্তে লোহিত কনিকা বৃদ্ধি করে ফলে রক্তস্বল্পতা দূর করে। পান্ডু, কামলা, অরুচি, জ্বর, ও জরাগ্রস্ততা বিদূরিত হয়ে দেহে কান্তিবল ফিরে আসে।

কার্যকারিতা/রোগ নির্দেশনা:

পুরাতন তমক শ্বাস বা বঙ্কিয়াল অ্যাজমা (Bronchial Asthma), বৃদ্ধবয়সের ক্ষুদ্রকাশ বা কার্ডিয়াক অ্যাজমা (Cardiac Asthma), হাঁপানির শ্বাসটান, যক্ষাজনিত কাম, বুকে বসা কফ ।

সেবন বিধি:

১-৩ ট্যাবলেট দৈনিক একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে সেব্য । ঔষধটি সেবন কালে মধু, দুধ, ঘি, মাংস, মিছরি প্রভৃতি সেবন বিধেয় ।

পার্শ্বপ্রতিক্রিয়া:

যথাযথ শোধিত উপাদানে নানাবিধ উৎপাদিত এ্যাজমো ট্যাবলেট নির্দেশিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য  কোন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় নি । অপ্রাপ্ত, দুর্বল, বৃক্ক ও যকৃত রোগগ্রস্ত, গর্ভবতী, স্তন্যদাত্রী এবং এ্যাজমো ট্যাবলেটের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল ব্যক্তির সেবন নিসেধ। কেবলমাত্র সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  ঔষধটি সেবন সমীচীন । স্বপ্রণোদিত চিকিৎসার ক্ষেত্রে  সংকট বা সমস্যা দেখা দিতে পারে । পেটে জ্বালাযন্ত্রনা , বমি, অতিসার, রক্তপিত্ত(), রক্তমূত্র, অন্ডলানমূত্র, লাল¯্রাব, প্রলাপ, সন্ন্যাস এমনকি মৃত্যু ঘটতে পারে।

সংরক্ষণ:

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্কস্থানে রাখুন ।

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন

পরিবেশনা:

প্রতি প্লাষ্টিক কনটেইনারে ৫০ টি ট্যাবলেট ।