গ্রেপসল
উপাদান: প্রতি ৫ মিলিতে আছে
দ্রাক্ষা ০.৬৫ গ্রাম
দারুচিনি ১৪.২৯ মি. গ্রাম
এলাচ ১৪.২৯ মি. গ্রাম
তেজপত্র ১৪.২৯ মি. গ্রাম
নাগকেশর ১৪.২৯ মি. গ্রাম
পিপুল ১৪.২৯ মি. গ্রাম
বিড়ঙ্গ ১৪.২৯ মি. গ্রাম
প্রিয়ঙ্গ ১৪.২৯ মি. গ্রাম
গোলমরিচ ১৪.২৯ মি. গ্রাম
ধাতকী ১৪.২৯ মি. গ্রাম
সূত্র: দ্রাক্ষারিষ্ট, বা জা. আ. ফ. ২০০৯
বর্ণনা:
সুবিদিত কক্ষ শ্লেষনা প্রশমক ভেষজ উপাদানের সাথে পাকস্থলীর শক্তিবর্ধক পরিপাচক, মল-মূত্র নিঃসারক, পুষ্টিদায়ক ও বলবর্ধক উদ্ভিদ উপাদানের পরিমিত সংমিশ্রনে উন্নত আধুনিক পদ্ধতিতে গ্রেপসল সিরাপ প্রম্ভতকৃত। সিরাপ গ্রেপসল ভূক্ত খাদ্য দ্রব্যকে বিপাক ও শোষণের মাধ্যমে দেহে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, পুষ্টি দেহকে বলবর্ধক করে এবং শরীর থেকে বর্জ্য অসার পদার্থের স্বাভাবিক নিঃসরণ ঘটায়। ভারমুক্ত সবল শরীর স্বসতন্ত্রের বিভিন্ন রোগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। উরঃক্ষত, শ্বাস, কফ, সর্দি, সর্দিজ্বর, স্বরভঙ্গ, স্বরভেদ, প্রতিশ্যায়, হাঁপানি, শ্বাসতন্ত্রের আপে ব্রঙ্কাইটিস, শীতকারতা, গাত্রবেদনা, মাথাব্যথা, শিরোশূল, জীবানু সংক্রমন জনিত কফ-কাস প্রভৃতি কম-শ্লেশিক রোগ নিরাময়ে সাহায্য করে। কম-শ্লেমাধিক্য জীর্ণস্বর ও পুরানো সর্দি-কাশিজনিত ক্ষয়, কৃমাতা, শীর্ণতা, দুর্বলতা এবং পাকস্থলীর গোলযোগ অজীর্ণ, অগ্নিমান্দ্য, কোষ্ঠকাঠিন্যতা, মৃত্রকৃচ্ছতা নিরসনে সিরাপ গ্রেপসল বিশেষ ফলপ্রদ।
রোগ নির্দেশনা ও কার্যকারিতা:
উরক্ষত, ক্ষয়রোগ, কাস, শ্বাস, গলরোগ প্রশমক। বলকারক ও কোষ্ঠ পরিস্পারক। সর্দি, সর্দিজ্বর, জীর্ণজ্বর জনিত, শীনতা, কৃশতা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, মৃতকৃচ্ছতা, স্বরভঙ্গ, শ্বাসকষ্ঠ, শ্বাসতন্ত্রের আক্ষেপ, জীবানু সংক্রামন জনিত কফ কাস, হাঁপানি, প্রতিশায়, রক্ত কাশি, একাইটিস, তরুন কাস, শীতকাওরানো, গাত্রবেদনা, মাথাব্যথা, কফ শ্লেমাধিক, পাকস্থলীর গোলযোগ, অজীর্ণ, অগ্নিমান্দ্য প্রভৃতিতে গ্রেপসল বিশেষ উপকারী।
মাত্র সেবন বিধি:
প্রাপ্ত বয়স্ক: চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার সেব্য
অপ্রাপ্ত বয়স্ক: ১ চা চামচ ঔষধ দৈনিক ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে সেব্য।
পার্শ্ব-প্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। অতিরিক্ত মাত্রায় সেবনে পেটে অস্বস্তি, বমি ও কান্ত দেখা দিতে পারে।
প্রতিনির্দেশ:
সিরাপ গ্রেপসল সুসহনীয় তবে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা সম্পর্কে কোন নিষেধ নেই।
পরিবেশনা:
PET বোতলে ২০০/৪৫০ মিলি সুস্বাদু ও সুগন্ধযুক্ত গ্রেপসল সিরাপ আকারে সরবরাহ করা হয়।