+88 017 3047 6861 [email protected]
Select Page

সুখ

 

উপাদান:

প্রতি ৫ গ্রাম পাউডারে আছে

হরীতকী                        ০.৮০ মি. গ্রাম

বহেড়া                          ০.৮০ মি. গ্রাম

আমলকী                        ১.৬৭ মি. গ্রাম

গোমুর                          ০.৩৩ মি. গ্রাম

শতাবরী                        ০.৩৩ মি. গ্রাম

অশ্বগন্ধা                        ০.৩৩ মি. গ্রাম

শ্বেত চন্দন                     ০.৩৩ মি. গ্রাম

ধনে                             ০.২৭ মি. গ্রাম

জটামাংসী                      ০.২৭ মি. গ্রাম

 

সূত্র: সুখদা চূর্ণ, বা জা. আ. ফ. ২০০৯

বর্ণনা:

বায়ু-পিত্ত-কফ ত্রিদোষ প্রশমক বিস্তৃক ক্রিয়াগুণ সম্পূন্ন সুনিবার্চিত উদ্ভিচ্ছ উপাদানসমূহের সংমিশ্রনে তৈরি আয়ুর্বেদের সুপরিচিত সুখদা চূর্ণ বা সুখ পাউডার পাকস্থলীর শক্তিবর্ধক, পৃজমকারক, অম্লনিবারক, কোষ্ঠপরিস্কারক, মূত্রকারক, নিদ্রাকরক ও বিভিন্ন অঙ্গের শক্তিবর্ধক। সুখ পাউডার অম্লাধিক্য, অজীর্ণ, অগ্নিমান্দ্য, অরুচি, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, মূত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, প্রসাবের জ্বালা-যন্ত্রনা, প্রমেহ, শুক্রমেহ, শ্বেতপ্রদর, রক্ষপদর, যোনিশূল, জরায়ু প্রদাহ, মূত্রাশয়ের প্রকাহ, শারীরক দুর্বলতা প্রভৃতি নিরাময়ে সাহায্য করে।

হরীতকী : ত্রিদোষ হরীতকী ত্রিদোষজ, উদররোগ যেমন, অগ্নিমান্দ্য, অজীর্ণ, অম্লাধিক্য, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগে প্রশ্বস্ত ভেষজ। শোধনের কাজে সর্বশ্রেষ্ট ভেষজ হরীতকী শরীরস্থ নানাবিধ রোগ উৎপাদনকারী দৃষ্টিত দ্রব্য ও মলাদি শরীর থেকে শরীরকে সুস্থ্য রাখে ও জীবনীশক্তিকে ধারন করে। হরীতকী হজম কাজে সাহায্য করে কোষ্ঠবদ্ধতা দূর করে। মূত্রকারক হরীতকী মূত্রকৃচ্ছতা, মূত্রঘাত, প্রমেহ, শ্বেতপ্রদর ও বাজ্জ ব্যাধি প্রশমক।

বহেড়া : রসবহ মাংসবহ ও মেদোবহ শ্রোতের দোষ নিবারক ও ত্রিদোষ প্রশমক বহেড়া অম্লনিবারক, হজমকারক, কোষ্ঠ পরিস্কারক ও মূত্রকারক। আমলকী ও হরীতকী সহযোগে বহেড়া মূত্র কৃচ্ছতা, মূত্রাঘাত, মেহ, প্রমেহ, শুক্রমেহ ও প্রদর নিরাময়ে সাহায্য করে।

আমলকী : শরীরের জলাদি সম্যকরূপে অপসারক আমলকী বেচক, যকৃৎ-উদ্দীপক, বাযুনাশক,অম্লনাশক, পিত্তপ্রশমক, দাহ নিবারক। মূত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, মূত্ররোধ, প্রদর, প্রমহে, পৈত্তিক প্রমেহ, শুক্রমেহ ও অকালবার্ধক্য প্রতিরোধক। গুন সম্পন্ন আমলকী, মস্তিস্কের শক্তিবর্ধক, মেধ্য ও নিদ্রাকরক।

গোক্ষুর : হারমাইন, ট্রাইবুলোসাইড, টিগোজেনিন ও প্রচুর পরিমানে পটাশিয়াম লবনের উপস্থিতির কারনে গোক্ষুর একটি উন্নত মানের মূত্রবর্ধক, স্নিগ্ধকারক ও মূত্রল কর্মসম্পন্ন। মূত্রকৃচ্ছতা, কষ্ঠমূত্র, মূত্রকালীন জালা যন্ত্রনা, আচিল বা ঘোলাটে প্রস্তাব, মলগে ধারন জনিত মূত্রকৃচ্ছতা, মূত্রাশয় প্রবাহ, কোষ্ঠকাঠিন্য ও অশ্মরীবোগে গোক্ষুর ফলপ্রদ ভেষজ।

শতারবী বা শতমূলী : স্নিগ্ধকর শতাবরী মূত্রকারক, দহ নিরাক, প্রদর, প্রমেহ, মূত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, অনিদ্রা, অম্লাধিক্য প্রভৃতি প্রশমক।

অশ্বগন্ধা : ট্রোলিন, কোলিন, উইদাফেরিন, উইদানোলাইডস প্রভৃতি উপাদন সমূহ অশ্বগন্ধা মস্তিকের শকিত্বর্ধক, সাধারন শক্তিবর্ধক, হজমকারক, মূত্রকারক, রসায়ন ও পুষ্টিবর্ধক। অশ্বগন্ধা মস্তিস্কের দুর্বলতা জনিত অনিদ্রা, উচ্চ রক্ষচাপজনিত নিদ্রাহীনতা, ক্ষয়, অপুষ্টি, মুত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, শুক্রদৌধল, প্রকর যোনিশুন প্রভৃতি প্রশমক।

শ্বেতচন্দ্রন : পিত্তশ্লেষ্মা, শোণিত উদ্বাম প্রশমক স্নিগ্ধ শীতল শ্বেতচন্দ্রন মানষিক ব্যগ্রতা, উদ্বেগ, উত্তেজনা এবং যেসব কারনে সৃষ্ট নিদ্রাহীনতায় বিশেষ উকারী। শ্বেতচন্দন মূত্রজনন, মূত্রমার্গের আষেণ প্রশামক, মূত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, বস্তিশোথ, শ্বেতপ্রদর, রক্ষপ্রকর, দাহ মেহ, শুক্রমেহ, প্রমেহ ও দৌবল্য প্রশমক। 

ধন : ত্রিদোষ প্রশমক ধনে পাকস্থলীর দুর্বলতাহেতু অজীর্ণ, অগ্নিমান্দ্য, তৃষ্ণ, বমন, অতিসার, প্রবাহিকা, উদরশূল, পেটফাঁপা প্রভৃতি হজমকারক হিসাবে দূর করে। ধনে পিত্তধিক জনিত ও মস্কিস্ক বিকারের কারনে সৃষ্ট মাথা ব্যতা, অনিদ্রা, মৃতকৃচ্ছতা, পৈত্রিক মেহ প্রভৃতি নিরাময়ে সাহায্য করে।

জটামাংসী : স্নিগ্ধ শীতল গুণসম্পন্ন জটামাংসী স্নায়বিক ও মানসিক উত্তেজমা হ্রাস করে, শিরোমূল ও অনিদ্রা দূর করে। বৃক্কের উত্তেজক হেতু মূত্রবৃদ্ধি করে, মূত্রকৃচ্ছতা দাহ ও মূত্রাশয়ের দূর্বলতা প্রমসিত করে।

রোগ নির্দেশনা ও কার্যকারিতা: 

অম্লনিবারক, কোষ্ঠপরিস্কারক, হজমকারক, ত্রিদোষ প্রশমক, নিদ্রাকরক, মূত্রকারক। সুখ পাউডার অম্লাধিক্য, অজীর্ণ, অগ্নিমান্দ্য, বমন, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন, কোষ্ঠবদ্ধতা, অশ্মরী, মূত্রকৃচ্ছতা, মূত্রাঘাত, মুত্রপ্রদাহ, প্রসাবকালীন জ্বালাযন্ত্রনা, শ্বেতপ্রদর, রক্তপ্রদর, যোনিশুল, শুক্রমেহ, মেহ, প্রমেহ, মাথা ব্যাথা, মানসিক উদ্বেগ, অনিন্দ্রা, দূর্বলতা প্রশমিত করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক: ১-২ চা চাম (৩ গ্রাম-৬ গ্রাম) দৈনিক ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়া

নির্দেশীত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। মাত্রাতিরিক্ত সেবনে পেটের মধ্যে অস্বস্তি, বমি ও কাস্ত দেখা দিতে পারে।

প্রতিনিদেশ:

গর্ভবতী স্তন্যদাত্রী, বৃক্ক-যকৃৎ রোগী, পরিশ্রান্তে অবস্থায় এবং সুখ পাউডারের কোন উপাদানের প্রতি অতিসংবেদশীল ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসরেক পরামর্শ ব্যতীত সেবন সমীচীন নহে।

সতর্কতা:

সরাসরি সূর্যলোক থেকে দূরে শুস্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিবেশনা:

সুদৃশ্য কনটেনারে ১০০/২০০ গ্রাম সুখ পাউডার পরিবেশিত।