+88 017 3047 6861 [email protected]
Select Page

Common Disease & Treatment

এসিডিটি বা গ্যাস্ট্রাইটিস

এসিডিটি বা গ্যাস্ট্রাইটিস এর সমস্যা হয় নাই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আসলে চিকিৎসাবিজ্ঞানে গ্যাস্ট্রিক শব্দটি দ্বারা মূলত পাকস্থলি নির্দেশ করে। আমেরিকান রিসার্চ সেন্টার ফর গ্যাস্ট্রোএন্টেরোলজির মতে’ পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ গ্যাসের সমস্যায় বা এসিডিটি তে ভুগছেন।

এসিডিটি কিঃ আমরা যখন খাবার খাই এই খাবার হজম এর জন্য আমাদের পাকস্থলি থেকে একধরনের পাচকরস নিঃসৃত হয়। এই পাচক রস মূলত হাইডোক্লোরিক এসিড। শুধুমাত্র খাবার খেলেই যে এসিড নিঃসৃত হয় তা না। প্রতিদিন যে নিদৃষ্ট সময়ে খাবার খাওয়া হয় সেই সময়ে , মুখরোচক খাবারের ঘ্রান,খাদ্য দর্শন,ইত্যাদি নিয়ামকের কারণে এসিড ক্ষরণ বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ও এসিড নিঃসরণ বেড়ে যায়। এই বাড়তি এসিড পরবর্তীতে রিফ্লাক্স করে খাদ্যনালীতে উঠে যায়,তখন বুক জ্বালাপোড়া করে। আর যদি পাকস্থলির মিউকাস লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই এসিড পাকস্থলির ভেতরের মাস্কুলার লেয়ার এর সংস্পর্শে আসে তখন আলসার হওয়ার সম্ভাবনা থাকে।

লক্ষণ (Sign & Symptom): পাকস্থলিতে অতিরিক্ত ভারসাম্যহীন এসিড উৎপন্ন হওয়ার ফলে পেটের উপরের অংশে ব্যাথা ও জ্বালাপোড়া অনূভুত হয়, বুক জ্বালাপোড়া হয়,গ্যাস,বমিভাব,টক ঢেকুর, মুখে দুর্গন্ধ, পেট ফাপা,ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরপেট অনুভূত হওয়া,ওজন হ্রাস পায়,কোনো কোনো ক্ষেত্রে পীঠে ব্যাথা হতে পারে।

চিকিৎসা ব্যবস্থাপনা (Management):
আমাদের Churna Sukh মূল্যবান ঔষধি উপাদানে তৈরি এক অনন্য ফর্মুলেশন যা অম্ল নিবারক, কোষ্ঠ পরিষ্কারক, হজমকারক, ত্রিদোষ প্রশমক বিশেষ করে এসিডিটিতে খুবই ফলপ্রদ।

সেবনবিধি: ১ চা চামচ করে দিনে ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।