হরসেফ
উপাদান :
প্রতি ৫ মিলিতে আছে-
অশ্বগন্ধা ০.৩৭ গ্রাম
মুসলী ০.১৫ গ্রাম
মঞ্জিষ্ঠা ৭৪.৯৪ মিলিগ্রাম
বচ ৭৪.৯৪ মিলিগ্রাম
রাস্না ৭৪.৯৪ মিলিগ্রাম
বিদারী কন্দ ৭৪.৯৪ মিলিগ্রাম
মুস্তক ৭৪.৯৪ মিলিগ্রাম
ত্রিবৃত ৭৪.৯৪ মিলিগ্রাম
শ্বেতচন্দন ৫৯.৯৫ মিলিগ্রাম
রক্ত চন্দন ৫৯.৯৫ মিলিগ্রাম
হরীতকী ৭৪.৯৪ মিলিগ্রাম
হরিদ্রা ৭৪.৯৪ মিলিগ্রাম
দারুহরিদ্রা ৭৪.৯৪ মিলিগ্রাম
অনন্তমূল ৫৯.৯৫ মিলিগ্রাম
শুঠ, জাফরান, গোলমরিচ, পিপুল সহ অন্যান্য উপাদান পরিমাণমত
সূত্রঃ অশ্বগন্ধারিষ্ট, বা.জা.আ.ফ,২০০৯
বর্ণনাঃ
মস্তিষ্কের স্নায়ুমন্ডলীর উপর বিশেষভাবে কার্যকরী সুনির্বাচিত ভেষজ উদ্ভিজ্জ উপাদানে উৎপাদিত হরসেফ বিস্তৃত গুণাবলীর বহুল ব্যবহৃত একটি নিরাপদ আয়ুর্বেদিক তরল ঔষধ । মস্তিষ্কের ত্রুটি ও বাতাদি দোষের কারণে হঠাৎ জ্ঞানলোপ, চোখর বিকৃতি, হাত-পা ছোড়াছুড়ি প্রভৃতি অপস্মার বা মৃগীরোগ, বাতাদি দোষসমূহ দ্বারা হৃদয় আক্রান্ত হয়ে জ্ঞানলোপ বা সন্ন্যাস এবং দোষসমূহ মন, শিরা, ধমনী ও স্রোতকে আশ্রয়ের ফলে সংজ্ঞাহীনতা বা মূর্ছা প্রশমন ও নিরাময়ে হরসেফ সিরাপ অদ্বিতীয় ফলপ্রদ ঔষধ। বাতজ, পিত্তজ, শ্লেষ্মজ, রক্তজ, মূর্চ্ছা ছাড়াও মদ্য গ্রহণ হেতু সৃষ্ট উন্মাদনা প্রশমনে হরসেফ সিরাপ কার্যকরী । একাধিক পুষ্টি উপাদান সম্বলিত হরসেফ অপুষ্টি ও কৃশতা দূর করে। হরসেফ বাতবেদনা, উচ্চরক্তচাপ, অনিদ্রা ও নানাবিধ দুর্বলতা দূর করে। অশ্বগন্ধা, মুসলী, বিদারীকান্ড প্রভৃতি রসায়ন, বৃষ্য, বাজীকরণ, উত্তেজক ও বীযস্তম্ভক, অকালবার্ধক্য রোধক, সতেজকারক। মঞ্জিষ্ঠার কারণে রজঃরোধ, ঋতুবদ্ধতা, ঋতুজনিত মূর্ছা , অনিদ্রা, গাত্রবেদনা প্রভৃতি প্রশমনে কার্যকরী ।
কার্যকারিতা ও রোগ নির্দেশনাঃ
অপষ্মার বা মৃগী, মূর্চ্ছা, হঠাৎ অজ্ঞান হওয়া, সন্ন্যাস, উন্মাদ, বাতরোগ, স্মৃতিশক্তির দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মানসিক অবসাদ, সাধারণ দুর্বলতা, অপুষ্টি, কৃশতা ও অনিদ্রা । যৌন দুর্বলতা, যৌন আকাঙ্খার অভাব, দ্রত বীর্যপাত ও উত্থান রহিতা (Erectile Dysfunction)।
মাত্রা ও সেবনবিধিঃ
২-৪ চা চামচ ঔষধ দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
পার্শ্ব-প্রতিক্রিয়াঃ
নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবে অতিরিক্ত মাত্রায় সেবনে উদরাময়, আন্ত্রিকশূল ও বমিভাব কখনো কখনো দেখা দিতে পারে।
প্রতিনির্দেশঃ
যকৃত ও বৃক্কের ক্রিয়াবৈকল্য রোগী এবং হরসেফ সিরাপ তথা অশ্বগন্ধারিষ্টের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল লোকদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ ।
সংরক্ষণ:
আলো থেকে দূরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন । সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
পরিবেশনাঃ
পেট বোতলে ৪৫০ মি.লি. সুস্বাদু ও সুগন্ধযুক্ত হরসেফ সিরাপ আকারে পরিবেশিত হয় ।