লিকোরিড
উপাদান (Composition)
প্রতি ট্যাবলেট আছে
শোধিত লৌহ ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
শোধিত বঙ্গ ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
শোধিত তাম্র ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
শোধিত অভ্র ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
বরাটক বা কড়ি ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
শোধিত সাদা হরিতাল ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
চৈ বা চব্যমূল ১৯.২৪ মিঃ গ্রাম
বচ ১৯.২৪ মিঃ গ্রাম
হবুষা ১৯.২৪ মিঃ গ্রাম
কুড় ১৯.২৪ মিঃ গ্রাম
আকনাদি ১৯.২৪ মিঃ গ্রাম
বৃদ্ধদারক ১৯.২৪ মিঃ গ্রাম
দেবদারু ১৯.২৪ মিঃ গ্রাম
এলাচ ১৯.২৪ মিঃ গ্রাম
ত্রিকটু মিলিত ৫৭.৭২ মিঃ গ্রাম
ত্রিকলা মিলিত ১৯.২৪ মিঃ গ্রাম
পঞ্চলবন মিলিত ৯৬.২০ মিঃ গ্রাম
শোধিত শংখ ভষ্ম ১৯.২৪ মিঃ গ্রাম
সূত্র: প্রদরান্তক লৌহ, বা.জা.আ. ক, ২০০৯
বর্ণনা (Description): রজঃস্রাব
স্ত্রী প্রজনন অঙ্গের উপর ক্রিয়াশীল সুপরীক্ষিত উদ্ভিজ, প্রানিজ ও খনিজ উপাদানের সংমিশ্রনে আধুনিক প্রযুক্তিতে তৈরী লিকোরিড ট্যাবলেট তথা সুপরিচিত আয়ুবেদিক ঔষধ প্রদরান্তক লৌহা মহিলাদের শ্বেতপ্রদর, রক্তপ্রদর, অনিয়মিত ঋতুস্রাব, অতিরিক্ত রজঃস্রাব, ব্যথাযুক্ত কষ্টকর ঋতুস্রাব, বিভিন্ন বর্ণের দুগন্ধযুক্ত ঋতুস্রাব, জরায়ু প্রদাহ, জরায়ুশূল প্রভৃতি ঋতুজ দূর করে। শারীরবৃত্তীয় (Physiological) ও সংক্রমণজনিত (Pathological) কারণে সৃষ্ট শ্বেত¯্রাব বা শ্বেতপ্রদর (Leucorrhoea ) রক্তপ্রদর (Bloody Menses) এবং মাসিক ঋতুস্রাবের নানাবিধ অস্বাভাবিকতা নিরাময়ে লিকোরিড ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। পেনীনালী, জরায়ুমুখ (Cervix) ও জরায়ু ঝিল্লীতে দীর্ঘকাল প্রদাহ ও সংক্রমনের ফলে যৌনী¯্রাবের সাথে দুর্গন্ধযুক্ত পুঁজ বা দুর্গন্ধহীন মিউকাস অথবা উভয় একসাথে নির্গত হয়। শ্বেতপ্রদর ও রক্তপ্রদয়ের ফলে নারীর স্বাস্থ্যহানি, ভঙ্গস্বাস্থ্য, শারীরিক ও মানসিক দুর্বলতা, অনিদ্রা, অরুচি, কটীশূল বা কোমরের ব্যথা-বেদনা, ত্বকের মলিনতা বা বিবর্ণতা, মাংসপেশী ও অস্থিসন্ধির ব্যথাবেদনা, যৌনাঙ্গের বাহিরে ব্যথা ও জ্বালাবোধ তলপেট ব্যথা ও অস্বস্তিবোধ, যৌনাঙ্গের ফোলা বা ঋতি, মানবিক অবসাদ প্রভ‚তি দেখা দিতে পারে। লিকোরিড ট্যাবলেট জরায়ুর স্বাভাবিক কার্যকরিতা নিশ্চিত করে, সংক্রমণের জন্য ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ও ক্যানডিডা অ্যালবিক্যান্তা, ছত্রাক এবং একাধিক সেযোলোকক্কাস প্রজাতির জীবাণুর বিরুদ্ধে কাজ করে। লিকোরিডে ব্যবহৃত ভেষজ উপাদান রক্তস্বল্পতা দূর করে। ক্যালসিয়ামের অভাব দূর করে, প্রয়োজনীয় খনিজ ও মৌলকনা সরবরাহ করে, পরিপাকক্রিয়া ও স্ত্রীহরমোন নিঃসরণ স্বাভাবিক হওয়ায় বল-পুষ্টি ও যৌন আকাঙ্খা বৃদ্ধি পায়। শ্বেতপ্রদর, রক্তপ্রদর, ও ঋতুবৈকল্য বিদূরিত হওয়ায় দেহে উদ্যম ও কান্তি ফিরে আসে।
ভেষজ ক্রিয়া (Pharmacology)
শোধিত লৌহ ভষ্ম ঃ শোধিত লৌহভষ্ম রক্তের লোহিতকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে। অতিরিক্ত রজঃস্রাব ও রক্তপ্রদরের কারণে শরীরে রক্তস্বল্পতা তথা লোহিত কনিকার অভাব দেখা দেয়। লোহিতাকনিকা স্বল্পতার কারণে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত ঘটে, দেহ ফ্যাকাশে দেখায়, শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেয়। লোহিত কণিকা বৃদ্ধির মাধ্যমে রৌহভষ্ম এ সকল অসুবিধা ও উপসর্গ দূর করে।
শোধিত তাম্র ভষ্ম ঃ কপার বা তা¤্র উপাদান হাড় মস্তিষ্ক, ¯œায়ু, কোষ-কলা দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক গঠন, বর্ধন ও কার্যকরণের অতীব প্রয়োজনীয় মৌল পুষ্টিকণা। দেহে লৌহার শোষণ ও সদ্ব্যবহার, আমিষ ও উৎসেচক (বহুুসবং) এর সংশ্লেষণ, সংযোজক কলার পুনঃনির্মাণ, গøুকোজ, ও ¯েœহদ্রব্যের বিপা, ক্ষতিগ্রস্ত কোষের বিনির্মাণ, মুত্রসূলক প্রশমনে সাহায্য করে। ফলে দেহে বল বৃদ্ধি পায়, অস্থিক্ষয় রোধ, বেলাহিত কনিকার ঘাটতির পূরণ হয়। শ্বেতপ্রদর জনিত ইপিথেলিয়াল সেনের ক্ষয় পূরণ, শুক্র প্রদয়ের কারণে সৃষ্ট লোহিত রক্তকণিকার অভাব পূরণ হয়।
শোধিত বঙ্গ ভষ্ম ঃ জীবাণু নাশক, প্রদাহনাশক, রজঃস্রাব বর্ধক, গর্ভ সঞ্চালক, ¯œায়বিক শক্তিবর্ধক, মস্তিষ্কের শক্তিবর্ধক, বাতপ্রশমক, বর্ণ প্রসাধক প্রভ‚তি গুণসম্পন্ন বঙ্গ ভষ্ম পুরুষ ও মহিলাদরে প্রজনন স্বাস্থ্যে বিশেষ উপকারী। মহিলাদের শ্বেতপ্রদর, কষ্টরজঃ, রজঃবোধ, অতিরিক্ত রক্তস্রাব, নানাবর্ণের স্রাব, শারীরিক দুর্বলতা, বন্ধ্যাত, কটীশূল প্রভৃতি প্রশমিত করে। শ্বেত-প্রদর ও রক্তপ্রদর জনিত অস্বস্তি, পুষ্টিহীনতা, দুর্বলতা, মানসিক অবসাদ প্রভৃতি দূর করে।
শোধিত অভ্র ভষ্ম ঃ অবসাদ নাশক, পরিপাচক, আর্তবজনক, কোষকলা পুনঃ নিমার্ণকারী, পুষ্টিকর, বলবর্ধক প্রভ‚তি গুনসম্পন্ন শোধিত অভ্রভষ্ম ঋতুস্রাব জনিত অবসাদ, দুর্বলতা, বিপাক গোলযোগ ও অনিদ্রা দূর করে। কোষকলা পুনরোৎপাদন করে, শরীরের পুষ্টিসাধন, জ্বরাগ্রস্ততা দূর করে ও ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।
শোধিত শংখ ভষ্ম ঃ ক্যালসিয়ামের সমৃদ্ধ প্রাকৃতিক উৎস শংখ ভষ্ম দেহে অস্থিসংগঠন, পুষ্টিসাধন, রুচিবর্ধক, হজমকারক, জারকঘœ বা অ্যাল্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। ঋতু কালীন ও প্রদরাদিজনিত অরুচি, অজীর্ণ, মলবদ্ধতা, আষেপ, অবসাদ প্রভ‚তি দূর করে এবং বলবর্ধক ও বর্ণ প্রসাদন করে।
বরাটক বা কড়ি ভষ্ম ঃ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, পটাসিয়াম, জিংক, লোহা প্রভ‚তি উপাদান সমৃদ্ধ কড়ি ভষ্ম ভ‚ক্ত খাদ্য দ্রব্যের পরিপাক, বিপাক শোষনে সাহায্য করে। কড়ি ভষ্ম সাদাস্রাব ও রজঃস্রাব জনিত স্ত্রীজনন অঙ্গের ক্ষরিত ক্ষতিগ্রস্ত ও ক্ষয়বস্তু কোষ ঝিল্লির পূণরোৎপাদন এবং প্রযোজনীয় পুষ্টি ও খনিজ পদার্থের অভাব পূরণ করে। কটীশূল, প্রদাহ, ব্যথা-বেদনা, অবসাদ দূর করে।
শোধিত সাদা হরিতাল ভষ্ম ঃ রজঃস্রাব বর্ধক, বলবর্ধক, ¯িœºকারক, জ্বর প্রশমক সাদা হরিতাল বা গৌদন্ডি ভষ্ম শ্বেতপ্রদর, ¯্রাব জনিত জ্বর, দাহ, শ্বাস-কাশ, ব্যথা-বেদনা, কটীশূল বা মাজার ব্যথা, ক্ষয় ও শোষ রোগে উপকারী।
চৈ বা চব্যমূল : পাইপারিন, পিপপালোটিন, সিয়াও মিনিন প্রভ‚তি উপাদানে সমৃদ্দ চৈ, চই, বা চব্যশূল জীবাণু নাশক, ¯œায়ুশক্তিবর্ধক, অবদমক, কেন্ত্রীয় ¯œায়ুমন্ডলীর অবসাদক, দাহ প্রশমক প্রদাহ নাশক, হজমকারক। চবামূল অনিয়মিত ঋতুস্রাব, সাদাস্রাব বা শ্বেতপ্রদর, রোগজীবাণু সংক্রমিত প্রদরাদি, নানাবর্ণের স্রাব, দুর্গন্দযুক্ত রজঃস্রাব দূর করে। রজঃস্রাব ও স্বাভাবিক অবস্থায় সৃষ্ট অরুচি, অর্জীর্ণ, তৃষ্ণ, অগ্নিমান্দ্য, পেটব্যথা ও চর্মরোগ উপশম করে।
বচ ঃ আলফা অ্যাজারণ, বিটা অ্যাসারণ, অ্যাকোরিন গøাইকোসাইড, ক্যালসিয়ামের উপস্থিতির, কারণে কষ্টকর ঋতুস্রাব, প্রদর ও স্রাবজনিত জরায়ুশূল, আক্ষেপ, ব্যথা-বেদনা, কটীশূল, শোন্ড, দাহ, কৃশতা, অরুচি, দৌর্ভল্য প্রভৃতি প্রশমিত করে।
হবুষা ঃ আলফা পাইনিন, মাইরসিন, স্যাবিনেন, লিমোনেন প্রভ‚তি উপাদান সমৃদ্ধ হবুষা প্রদাহ জনক প্রোটাগøানডিন উৎপাদন বাধাগ্রস্ত করে, শ্বেতপ্রদর ও অতিরিক্ত রজঃস্রাব জনিত হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং স্ত্রী প্রজনন তন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা নিশ্চত করে। শারীরবৃত্তীয় ও সংক্রমর্ণজনিত শ্বেতপ্রদর, রক্তপ্রদর, পূঁজ, দুর্গন্ধযুক্ত বা নানাবর্ণের স্রাব ও কটীশূল প্রশমিত করে।
কুড় : অবসাদক, আক্ষেপ প্রশমক, বাতহর, আর্তবর্জনক, স্তন্যজনক, বলকারক, ত্রিদোষনাষক কুড় রজঃরোধ, কষ্টদায়ক ঋতুস্রাব, ঋতুশূল, শ্বেতপ্রদর, দুর্বলতা, অরুচি, শূল, প্রদাহ প্রভৃতি প্রশমিত করে।
আকনাদি: প্লোটস্ট্যাকানিনসমৃদ্ধ আকনাদি রক্তশোধক, শোথহর, দাহপ্রশমক, কুটগৌষ্টিক ও বলবর্ধক। আকনাদি শ্বেতপ্রদর, রক্তদুষ্টি জনিত দুষিত রক্তস্রাব, তলানীযুক্ত প্রস্রাব এবং প্রদর ও মাসিক রজঃস্রাব কালীন অরুচি, অজীর্ণ, গ্রহণী, সারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ দূর করে।
বৃদ্ধদারক ঃ বৃদ্রদারক বা বীজতাড়ক বৃষ্য, রসায়ন, গর্ভশায় শোধক, বাতরের মস্তিষ্কের শক্তিবর্ধক। বৃদ্রদারক শ্বেতপ্রদর ও অস্বাভাবিক যৌনীস্রাব এবং তার ফলে সৃষ্ট ক্ষয় শোষ, ব্যথাবেদনা, কটীশূল, মাথাব্যথা, শারীরিক দুর্বলতা ও মানসিক পীড়ন দূর করে।
দেবদারু ঃ সিডোডালিন, সেড্রিন, ডিওডারিন, সিডোনোসাইড, অ্যামপেলোসিন প্রভ‚তি উপাদানে সমৃদ্ধ দেবদারু জীবানুনাশক, ও ফাহ্রাস নিরোধক। জীবানু ও ফাহ্রাস জনিত শ্বেতপ্রদর নিরাময়ে দেবদারু বিশেষ কার্যকরী। দেবদারু ¯œায়বিক দুর্বলতা, রক্তদুষ্টি, চুলকানি, প্রদাহ, আক্ষেপ, মূত্রকষ্ট, বন্ধ্যাত্ব, অজীর্ণ, ফেইখাপা, কোষ্ঠকাঠিন্য, হৃদকম্প প্রভ‚তি উপশম করে।
অন্যান্য উপাদানের মধ্যে এলাচ, পিপুল, গোলমরিচ, শুঠ, প্রধানত পাকস্থলীর শক্তিবর্ধক, হজমকরক, রুদ্ধবর্ধক, বায়ুনাশক, বলবর্ধক এবং অন্যান্য ভেষজ উপাদানের জৈব প্রাপ্তিকে সাহায্য করে।আমলকী, বহেড়া ও হরীতকার সুষম মি¤্রণে তৈরি ত্রিফলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরে, জীবাণু সংক্রমণ রোধ করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে, দেহে ও ঋতুজ রোগের নানাবিধ উপসর্গ দূর করে। পত্তলবণ প্রধানত ঃ পরিপাচক, বায়ুনাশক, বমি নিবারক, হজমকারক রুচিবর্ধক, কোষ্ঠ পরিষ্কারক হিসাবে কাজ করে।
কার্যকারিতা ও রোগ নির্দেশনা ঃ শ্বেতপ্রদর, রক্তপ্রদর, নানাবর্ণের স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব ও কটীশূল প্রশমক। বলবর্ধক ও বর্ণ প্রসাদক, অনিয়মিত ও কষ্টকর ঋতুস্রাব, রজঃবোধ, জরায়ুর প্রদাহ, জরায়ুর দুর্বলতা, বাধক ব্যথা, সূতিকা, যৌনী আক্ষেপ, যৌনজড়তা, কামশীলতা, যৌনাঙ্গের —- যোলা, বহিযৌনাঙ্গের ব্যথা, তলপেটের ব্যথা, মাজা বা কোমরের ব্যথা, কটীশূল, অতিরজ, যৌনীনালী প্রদাহ, জরায়ুগ্রীবা প্রদাহ, বন্ধ্যাত্ব, ঋতুজ রোগজনিত অরুচি, অজীর্ণ, অগ্নিমান্দ্য, গ্রহনী, অতিসার, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, গাত্রবেদনা, গা-হাত-পা জ্বালাপোড়া, বমি, বমিভাব, ত্বকের মালিন্য বা বিবর্ণতা, শারীরিক দুর্বলতা, ¯œায়বিক দুর্বলতা ও মানসিক অবসাদ।
মাত্রা বা সেবন বিধি:
১-২ ট্যাবলেট দিলে ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব- প্রতিক্রিয়া:
যথাযথ শোধিত ও প্রক্রিয়াজাতকৃত উপাদানে তৈরি লিকোরিড ট্যাবলেট নির্দেশিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নি।
প্রতিনির্দেশ:
গর্ভবতী, স্তন্যদাত্রী, বৃক্করোগী, হৃদরোগী, যকৃত রোগগ্রস্ত ও লিকোরিড ট্যাবলেটের বোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল মহিলার ঔষধটি চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন সমীচিন না।
সতর্কতা:
সরাসরি সূর্যলোক থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
পরিবেশনা:
প্রতি প্লাষ্টিক কনটেইনারে ৫০ টি ট্যাবলেট ।