সেমিরোন
উপাদান:
প্রতি ক্যাপসুলে আছে-
মারকারী সালফাইড ১১৩ মিলিগ্রাম
অরাম অক্সিডিকাম ২২.৭৩ মিলিগ্রাম
পার্ল ডাষ্ট ৪৫.৪৫ মিলিগ্রাম
স্ট্যানাম অক্সিডিকাম ৪৫.৪৫ মিলিগ্রাম
ফেরাম অক্সিডিকাম ৪৫.৪৫ মিলিগ্রাম
ক্যালসাইনবড মাইকা ৪৫.৪৫ মিলিগ্রাম
মাইরিস্টিকা ফ্রাগ্রেন্স ফল ৪৫.৪৫ মিলিগ্রাম
মাইরিস্টিকা ফ্রাগ্রেন্স ফুল ৪৫.৪৫ মিলিগ্রাম
সিযিজিয়াম অ্যারোমেটিকাম ৪৫.৪৫ মিলিগ্রাম
পাইপার নাইগ্রাম ৪৫.৪৫ মিলিগ্রাম
সূত্র: সঞ্জীবনী বটী, বা.জা. আ. ফ, ২০০৯
বর্ণনা:
সুনির্বাচিত ভেষজ ও খনিজ পদার্থের সংমিশ্রণে উৎপাদিত সেমিরোন ক্যাপসুল সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্জীবিত করে। সেমিরোনের প্রভাবে শুক্রধাতুর পুষ্টি সাধিত হয় । শুক্রকীটের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শুক্রতারল্য ও শুক্রমেহ দূরীভূত হয় । সেমিরোন একাধারে বলবর্ধক, বীর্যস্তম্ভক রসায়ন বাজীকরণ । ইন্দ্রিয় শৈথিল্য, ধাতুদৌর্বর্য, নপুংসকতা বা ধ্বজভঙ্গ রোগে সেমিরোন বিশেষ ফলপ্রদ ।
কার্যকারিতা:
শুক্রমেহ, শুক্রতারল্য, ধাতুদৌর্বল্য, ইন্দ্রিয় শৈথিল্য, ধ্বজভঙ্গ রোগে বিশেষ ফলপ্রদ । বল্য, বৃষ্য, রসায়ন ও বাজীকরণ ।
পার্শ্বপ্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
প্রতিনির্দেশ:
অপ্রাপ্তবয়স্ক, বৃক্ক ও যকৃত রোগী এবং সেমিরোনের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল ব্যক্তিদের সেবন নিষিদ্ধ ।
সংরক্ষণ:
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্কস্থানে রাখুন ।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন
পরিবেশনা:
প্রতিটি প্লাষ্টিক কনটেইনারে ২০ টি ট্যাবলেট ।