ফিমোলিফ
উপাদান:
প্রতি ৫ মিলিতে আছে-
বকমকাষ্ঠ ৪.৪৭ মিলিগ্রাম
খদির ৪.৪৭ মিলিগ্রাম
বাসক ৪.৪৭ মিলিগ্রাম
বেড়েলা ৪.৪৭ মিলিগ্রাম
অনন্তমূল ৪.৪৭ মিলিগ্রাম
জবা ৪.৪৭ মিলিগ্রাম
আম্রকেশী ৪.৪৭ মিলিগ্রাম
দারূহরিদ্রা ৪.৪৭ মিলিগ্রাম
জীরা ৪.৪৭ মিলিগ্রাম
পোস্তঢ়েড়ী ৪.৪৭ মিলিগ্রাম
অন্যান্য উপাদান প্রয়োজনমত
সূত্র: পত্রাঙ্গাসব, বা, জা, আ, ফ, ২০০৯
বর্ণনা:
স্ত্রী জনন অঙ্গের উপর ক্রিয়াশীল সুপরীক্ষিত সুনির্বাচিত ভেষজ উপাদানের সংমিশ্রণে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিতে তৈরি ফিমোলিফ সিরাপ মহিলাদের শ্বেতপ্রদর, অনিয়মিত ও বিলম্বিত ঋতুস্রাব, কষ্টকর ঋতুস্রাব, বিভিন্ন বর্ণের দুর্গন্ধযুক্ত রজঃস্রাব অতিরিক্ত ঋতুস্রাব, রক্তপ্রদর, জরায়ুর প্রদাহ বা জরায়ুশূল ও জরায়ুর দুর্বলতা দূর, জরায়ুর স্বাভাবিক কার্যকারিতা নিশ্চিত করা, স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি, পরিপাকতন্ত্রের শক্তি বৃদ্ধি পায় ফলে ঋতুজনিত সমস্যা নিরাময়ের পাশাপাশি ঋতুকালীন উপসর্গাদি যেমন, অরুচি, অগ্নিমান্দ্য,দাহ, জ্বর, শোথ, লৌহস্বল্পতা, উদ্বেগ, উৎকণ্ঠা, অবসাদ, অনিদ্রা, দুর্বলতা প্রভৃতি দূর হয় । স্ত্রী হরমোন নিঃসরণ স্বাভাবিক হওয়ায় যৌনআকাঙ্খা বৃদ্ধি পায়, কষ্টকর ও অনিয়মিত ঋতুস্রাবে স্বাভাবিক ছন্দ ফিরে আসে।
কার্যকারিতা / রোগনির্দেশনা: শ্বেতপ্রদর বা লিকোরিয়া, বিভিন্ন বর্ণের দুর্গন্ধযুক্ত স্রাব, জরায়ুশূল, ব্যাথাযুক্ত ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব, জরায়ুর দূর্বলতা, রক্তস্বল্পতা বা পান্ডু, ঋতুকালিন ব্যথা বেদনা, দাগ, প্রদাহ, শোথ, জ্বর, অরুচি, অগ্নিমান্দ্য, পরিপাকতন্ত্রের গোলযোগ, দুর্বলতা, উদ্বেগ, উৎকন্ঠা ও অনিদ্রা ।
মাত্রা ও সেবন বিধি:
শ্বেতপ্রদর বা লিকোরিয়া: ২ চা- চামচ ঔষধ প্রতি রাতে সেব্য ।
অতিরিক্ত রজঃস্রাব এবং বিভিন্ন বর্ণের দুর্গন্ধযুক্ত রজঃস্রাব: ২ চা চামচ ঔষধ দৈনিক ২ বার সেব্য ।
অনিয়মিত ও কষ্টকর ঋতুস্রাব এবং রজঃস্বল্পতা ও রজঃরোধ: ঋতুস্রাব পূর্ববর্তী ১০ দিন ২ চা চামচ ঔষধ প্রতি রাতে কমপক্ষে তিন মাসিক চক্রে সেব্য ।
জরায়ুর দুর্বলতা ও জরায়ুপ্রদাহ: ২ চা চামচ ঔষধ হালকা গরম পানিতে মিশিয়ে সেব্য ।
রক্তস্বল্পতা বা পান্ডু ও ঋতুকালিন অন্যান্য উপসর্গ: ২ চা চামচ ঔষধ প্রতি রাতে সেব্য।
রোগের তীব্রতা ও স্থায়িত্ব ভেদে উপরোক্ত নিয়মে ঔষধটি সকাল ও বিকালে দৈনিক ২ বার মাসাধিক কাল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
পার্শ্ব-প্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
প্রতিনির্দেশ:
মাসিক চলাকালীন, গর্ভাবস্থায় এবং ঔষধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতায় ফিমোলিফ সিরাপ সেবন নিষেধ। ঔষধটি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না ।
সংরক্ষণ:
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্কস্থানে রাখুন ।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন
পরিবেশনা:
প্রতি PET বোতলে ৪৫০ মিঃলিঃ সুস্বাদু ও সুগন্ধযুক্ত ফিমোলিফ সিরাপ আকারে সরবরাহ করা হয় ।