+88 017 3047 6861 [email protected]
Select Page

গ্রীনভিট

 

উপাদানঃ

প্রতি ৫ মিলিতে আছে-

শ্বেত চন্দন                                              ৮.২৬ মিলিগ্রাম

রক্ত চন্দন                                               ৮.২৬ মিলিগ্রাম

হ্রীবের/ বালা                                            ৮.২৬ মিলিগ্রাম

মুথা/মুস্তক                                                ৮.২৬ মিলিগ্রাম

নীলোৎপল                                               ৮.২৬ মিলিগ্রাম

গাম্ভারী                                                    ৮.২৬ মিলিগ্রাম

প্রিয়ঙ্গু                                                      ৮.২৬ মিলিগ্রাম

চিরতা                                                      ৮.২৬ মিলিগ্রাম

বট                                                          ৮.২৬ মিলিগ্রাম

কাঞ্চন                                                      ৮.২৬ মিলিগ্রাম

যষ্ঠিমধু                                                      ৮.২৬ মিলিগ্রাম

ক্ষেৎপাপড়া                                                ৮.২৬ মিলিগ্রাম

মোচরস                                                     ৮.২৬ মিলিগ্রাম

দ্রাক্ষা                                                        ৮.২৬ মিলিগ্রাম

অন্যান্য উপাদান                                          প্রয়োজনমত

 

সূত্র: চন্দনাসব, বা.জা.আ. ফ,২০০৯

বর্ণনা:

শ্বেতচন্দন, নীলোৎপল, হ্রীবের বা বালা, মুথার মত স্নিগ্ধকারক, শীতল, মূত্রবর্ধক, চিরতা, ক্ষেৎপাপড়া, পটোলপাতা, মঞ্জিষ্ঠা, আকনাদি ও অশ্বথের মত  রক্তশোধক, জীবাণুনাশক, যকৃত-প্লীহা-বৃক্ক সংরক্ষক, মোচরস, বটত্বক, অনন্তমূল, রাস্না প্রভৃতির মত বৃষ্য, বৃংহণ, শুক্রবর্ধক, শুক্রস্তম্ভক, কামোদ্দীপক, দীর্ঘস্থায়ী রতিশক্তিসম্পাদক, বাজীকরণ, রসায়নের সহিত গাম্ভারী , প্রিয়ঙ্গু, রক্তচন্দন, প্রভৃতির মত বলবর্ধক, পুষ্টিকারক, হৃদ্য, হজমকারক, পরিপাচক, খনিজ ও ভিটামিনের সমৃদ্ধ প্রাকৃতিক উৎস ভেষজসমূহের সংমিশ্রণে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি অনুসরণে গ্রীণভিটা সিরাপ প্রস্তুত করা হয়েছে। যকৃত-বৃক্কের সুরক্ষা ও স্বাভাবিক  শক্তিবর্ধনের ফলে  অসার বর্জ্য পদার্থের অপসারণ ঘটে, মূত্রতন্ত্রের সংক্রমণ বা শারীরবৃত্তীয়  ত্রুটির কারণে সৃষ্ট মূত্রস্বল্পতা, মূত্রকৃচ্ছতা, মূত্রপ্রদাহ, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রদাহ, জ্বর, দাহ প্রভৃতি দূর হয় । গ্রীণভিট সিরাপ শুক্রমেহ, শুক্রস্বল্পতা, শুক্রতারল্য, শীঘ্র বীর্যপাত দূর করে এবং যৌনশক্তি, স্নায়ুবিক-মানসিক শক্তি, কামোদ্দীপনা বৃদ্ধি করে। গ্রীণভিট সিরাপ খনিজ, ভিটামিন ও পুষ্টির অফুরন্ত যোগান নিশ্চিত করে, হজমশক্তি বৃদ্ধি ও পরিশোষণ সঠিক হওয়ায়  সুস্বাস্থ্য, অদম্যশক্তি ও কান্তি নিশ্চিত হয় ।

কার্যকারিতা ও রোগনির্দেশনাঃ

শুক্রমেহ, মূত্রকৃচ্ছতা, মূত্রনালির সংক্রমণ, প্রস্রাবের জ্বালাপোড়া, শুক্রমেহ, জ্বর, দাহ, রক্তদুষ্টি, শুক্রমেহ, শুক্রস্বল্পতা, যৌন দুর্বলতা, দ্রতরেতপাত, মস্তিষ্কের দুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতা । গ্রীনভিট সিরাপ উন্নতমানের পুষ্টিকর, বলবর্ধক, হজমকারক, হৃদ্য বা হৃদপিন্ডের শক্তিবর্ধক । গ্রীনভিট প্রত্যাহিক প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনের অভাব পূরণ করে।

মাত্রা ও সেবনবিধিঃ

প্রাপ্ত বয়স্কদের জন্যঃ ১-২ চা চামচ ঔষধ দৈনিক ১-২ বার সেব্য ।

অপ্রাপ্ত বয়স্কদের জন্যঃ ১ চা চামচ ঔষধ দৈনিক ১-২ বার সেব্য।

রোগের তীব্রতা ভেদে ২-৪ চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ

নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশঃ

বৃক্ক-বৈকল্য ও গ্রীনভিটের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ঔষধটি সেবন নিষেধ ।

সংরক্ষণ:

 আলো থেকে দূরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন । সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিবেশনাঃ

PET বোতলে ৫২০ মি.লি. সুস্বাদু সিরাপ আকারে গ্রীনভিট সরবরাহ করা হয়