গ্যাসলোমেড ক্যাপসুল
উপাদান:
প্রতি ক্যাপসুলে আছে
দাড়িম বীজ ২৯.৪৯ মিঃগ্রাঃ
অম্ল বেতস ১৪.৭১ মিঃগ্রাঃ
তালিশ পত্র ১৪.৭১ মিঃগ্রাঃ
নাগকেশর ১৪.৭১ মিঃগ্রাঃ
জীরক ১৪.৭১ মিঃগ্রাঃ
কৃষ্ণ জীরা ১৪.৭১ মিঃগ্রাঃ
ধান্যক ১৪.৭১ মিঃগ্রাঃ
দারুচিনি ১৪.৭১ মিঃগ্রাঃ
ত্রিকটু ৪৪.১৩ মিঃগ্রাঃ
ক্ষারদ্বয় ২৯.৪২ মিঃগ্রাঃ
পঞ্চলবণ ১৩৯.৭১ মিঃগ্রাঃ
শংখ ভষ্ম ৭৩.৫২ মিঃগ্রাঃ
সূত্র: মহাগ্নিবটী, বা.জা.আ. ফ, ২০০৯
বর্ণনা:
পরিপাকতন্ত্রের উপর ক্রিয়াশৗল সুনির্বাচিত উদ্ভিজ, খনিজ ও প্রাণিজ উপাদানের সমন্বয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরী গ্যাসলোমেড ক্যাপসুল একটি অনন্য সাধারণ উন্নতমানের হজমকারক, পরিপাকশক্তি বর্ধক, অ¤øপ্রশমক, ও শূলনিবারক। পাকস্থলীতে বায়ু বা গ্যাসের কারণে সৃষ্ট পেটফাঁপা, পেটব্যথা, আধমান, উদগারবা টক ঢেকুরউঠা, বমি, বমিভাব, বুকজ্বলা, গ্রহণী, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি রোগে অত্যন্ত ফলপ্রদ। অজীর্ণ বা বদহজমের কারণে মূলত এ সকল ব্যাধি ও উপসর্গাদি দেখাদেয়। গ্যাসলোমেড ক্যাপসূল ভুক্ত খাদ্যদ্রব্য হজমে সহায়ক বিভিন্ন এনজাইমনিঃ সরণে সাহায্য করে। খাদ্য দ্রব্য সম্পূর্ণ দ্রæত পরিপাক, বিপাক, শোষণ এবং মলমূত্র আকারে অসার পদার্থ নিঃসরণ ঘটায় ফলে পেটে বায়ু সঞ্চয় বা গ্যাসজমা হওয়া, পেটফাঁপা, বুকজ্বলা, টক ঢেকুরউঠা, গ্রহণীরব্যথা, অতিসার, কোষ্ঠকাঠিন্য দূর হয়। গ্যাসলোমেডের ক্ষারীয় পদার্থ পেটের অতিরিক্ত অ¤øপ্রশমন করে। যকৃৎ-প্লীহা- পিত্তকোষের স্বাভাবিক কার্যকারিতা উদ্দীপ্ত করণের ফলে দুষ্পাচ্য ¯েœহ ও আমিষ দ্রæত হজম হওয়ায় দেহে পুষ্টির যোগান নিশ্চিত হয়। খাদ্য অসহনীয়তা (ঋড়ড়ফ রহঃড়ষবৎধহপব) দূর হয়। নানাভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটে। গ্যাসলোমেড ক্যাপসুল পরিপাকতন্ত্রের রোগ ব্যাধির স্থায়ী নিরাপদ পরিপূর্ণ চৌকষ সমাধান।
ভেষজ ক্রিয়া:
দাড়িমবীজ : ইলাজিক এসিড, ইলাজিক ট্যানিন, পুনিকিক এসিড, একাধিক অ্যানথোসায়ানি ডাইন, অ্যানথোসায়ানিন, ফ্লাভোনয়েড, ফ্লাভোন প্রভ‚তি রাসায়নিক উপাদানে সমৃদ্ধ দাড়িম বীজ পাকস্থলীতে অবস্থিত উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়াকে উজ্জীবিত করে, যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন হয়। ব্যাকটেরিয়া, প্যারাসাইট ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারের ফলে উদরাময়, দাস্ত, অতিসার, রক্ত অতিসার, প্রবাহিকা, ক্ষত, মুখের ঘা প্রভ‚তি নিরাময় হয়। দাড়িম অরুচি, অজীর্ণ, অগ্নিমান্দ্য, আমাজীর্ণ, কোষ্ঠবদ্ধতা, মেদাধিক্য, অর্শ, অতিরিক্ত তৃষ্ণা, জ্বর জনিত মুখের বিরসতা প্রভৃতি দূর করে।
অম্ল বেতস : দীপন, ভেদন ও অনুলোমন গুণসম্পন্ন অ¤øবেতসবা থৈকলকফ বাতহর শ্রেষ্ঠ ভেষজ। যকৃতের সংরক্ষক, পাকস্থলীর শক্তিবর্ধক, অ্যান্টি অক্সিডেন্ট ও মেদহ্রাসক। অগ্নিমান্দ্য, অরুচি, অজীর্ণ, মলবদ্ধতা, গুল্ম, হিক্কা, যকৃৎ-প্লীহাবৃদ্ধি এবং উদাবর্ত জনিত বায়ুর উর্ধগামিতা হেতুহৃদ শূলে অতি উপকারী।
তালিশপত্র ঃ বায়োফ্লাভোনয়েড অ্যাবিয়েসিন, এন-ট্রাইকোনটানল, বেটুলোসাইড, এল-বোর্নিল অ্যাসিটেট, আলফা-পাইনিন প্রভ‚তি উপাদান সমৃদ্ধ তালিশপত্র তিক্তোষ্ণ, দীপন, রোচক, অনুলোমন বা বায়ুনাশক এবং কফনাশক। অগ্নিমান্দ্য, অরুচি, আধমান, গুল্ম, আমদোষ বা অ্যামিবা সৎক্রমণ, ¯œায়বিক দুর্বলতা এবং কফাধিক্য জনিত হজমের গোলযোগে উপকারী।
নাগেশ^র বা নাগকেশর : মেসুওল, মেসুওন, মেসুয়াফেরল, সাইক্লোহেক্সাডাইন প্রভূতিউ পাদানে সমৃদ্ধ নাগেশ্বর পাকস্থলীর শক্তিবর্ধক, অতিসার নিবারক, বায়ুনাশক ও কফপ্রশমক। কফ জনিত অগ্নিমান্দ্য, অজীর্ণ, ¯œায়বিক দুর্বলতা, প্রবাহিকা প্রভৃতি প্রশমক।
জীরক : প্যারাসাইমেন, ডাই-পেনটিন, কুউমিন্যালডিহাইড প্রভৃতি উপাদান সমৃদ্ধ জীরক বা জীরা একটি উন্নতমানের হজমকারক, পরিপাচক ও উদ্দীপক। জীরক অরুচি, অগ্নিমান্দ্য, আধমান, গ্রহণী, উদরশূল, বমন, ক্রিমি প্রভৃতি নিরাময়ে উপকারী।
কৃষ্ণ জীরা : বিবিধ ফ্লাভোনয়েড ও অ্যালকালয়েড যুক্ত কৃষ্ণ জীরা অরুচি, বমি, অগ্নিমান্দ্য, অজীর্ণ, আধমান বা টক ঢেকুরউঠা, সংগ্রহনী গ্রহণী, মুখের দুর্গন্ধ, জীর্ণজ্বর প্রভৃতি দূর করে।
ধান্যক : ধন্যাক বা ধনে অজীর্ণ, অগ্নিমান্দ্য, অরুচি, পিপাসা, অতিসার, উদরাময়, পেটব্যথা, দাহ সংযুক্ত অতিসার, অন্তর্দাহ, প্রবাহিকা, বমি, জ্বরজনিত তৃষ্ণা, শিরো শূল প্রভৃতি প্রশমক।
দারুচিনি : পাকস্থলীর শক্তিবর্ধক, ¯œায়বিক শক্তিবর্ধক, উত্তেজক, উদ্দীপক প্রভ‚তি গুণসম্পন্ন গুড়ত্ব কবা দারুচিনি অগ্নিমান্দ্য, অজীর্ণ, অরুচি, উদরশূল, গ্রহণী, আমদোষ, অ¤øাধিক্য, আন্ত্রিক ক্ষত প্রভৃতি পরিপাকতন্ত্রের গোলযোগে ফলপ্রদ।
ত্রিকটু : ত্রি কটুনামেখ্যাত গোলমরিচ, পিপুল ও শুঁঠ পরিপাকতন্ত্রের উপর বিশেষ ভাবে ক্রিয়াশীল। যকৃত- প্লীহা-পাকস্থলীর স্বাভাবিক ক্রিয়াকে শক্তিশালী করার মাধ্যমে খাদ্য হজমে এবং দেহের অসার পদার্থ নিঃসরণে একট ুবিশেষ ভাবে সাহায্য করে ফলে অরুচি, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, অ¤øাধিক্য, পেটে বায়ু সঞ্চয়, বমি বা বমিভাব প্রভৃতি দূর হয়।
ক্ষারদ্বয় : সাজীক্ষার বিশেষত গুল্ম ও শূল প্রশমক, অ¤øনাশক, আধমানহর, বায়ুনাশক, হজমকারক ও অ¤øপিত্তনাশক। যবক্ষর আমদোষ, অ¤øপিত্ত, শূলরোগ, গুল্ম, গ্রহণী, আনাহ, মূত্রকৃচ্ছতা প্রভৃতি প্রশমক।
পঞ্চলবণ : সৈন্ধবলবণ অরুচি, অজীর্ণ, শূল ও বিবন্ধ বা কোষ্ঠবদ্ধতায় উপকারী। সমুদ্র লবণ অগ্নিবর্ধক, অনুলোমন, অবিদাহী, তীক্ষèও সক্ষার গুণসম্পন্ন। সচল বা কালো লবণ রুচিবর্ধক, অগ্নিদীপক, অত্যন্তপাচক, বায়ুনাশক এবং বিবন্ধ, আনাহ ও শূল রোগেউ পকারী। অধোগত বায়ুর অনুলোমক, উর্ধগত বায়ু বা ঢেকুর উঠা প্রশমক, অগ্নিদীপক। বিট লবণ অরুচি, আনাহ, শূল, কোষ্ঠকাঠিন্য ও স্থৈল্য বা শরীরের ভারিত্ব প্রশমক। অগ্নিদীপ্তিকর, রেচক, বায়ুনাশক ও গ্রাহী। উদ্ভিদ বা পাংশু লবণ বদহজম, অরুচি, আধমান, শূল ও মূত্রকৃচ্ছতায় উপকারী।
শংখ ভষ্ম : উন্নত মানের অ¤øাধিক্য নাশক, পরিপাচক, আক্ষে পনিবারক, বায়ুনাশক, ক্ষত নিবারক প্রভৃতি গুণসম্পন্ন ক্যালসিয়াম সমৃদ্ধশংখ ভষ্ম বদহজম, অরুচি, গ্রহণীক্ষত, পেটফাঁপা, পেটব্যথা, অ¤øাধিক্য, চুকা ঢেকুরউঠা, বুকজ্বালাপোড়া, ইরিটেবল বা উলসিনড্রোম বা মলমূত্র প্রভৃতি রোগ-উপসর্গে বিশেষ ফলপ্রদ।
কার্যকারিতা ও রোগ নির্দেশনা:
হজমকারক, পরিপাকশক্তি বর্ধক, অ¤øনিবারক, শূলপ্রশমক, গ্রহণী ও অতিসারেফলপ্রদ। পাকস্থলীর দুর্বলতাজনিতবদহজম, অরুচি, অজীর্ণ, পেটফাঁপা, পেটব্যথা, অ¤øাধিক্য, বমি, বমিভাব, গ্রহণীক্ষত (উঁড়ফবহধষ ঁষপবৎ), গ্রহণীপ্রদাহ (উঁড়ফবহরঃরং), চুকাবা টক ঢেকুরউঠা (ইষবহপযরহম), পেটেরভারবোধ(ইষড়ধঃরহম), বুকজ্বালাপোড়া (ঐবধৎঃ নঁৎহ), বেদনানাশকমহাবিভিন্নঔষধেরকারণেসৃষ্টপাকাশয়প্রদাহ(মধংঃৎরঃরং), যন্ত্রণাদায়কমলবদ্ধতাউপসর্গ (ওইঝ), পুরানোগ্রহণী ও দীর্ঘকালীনহজমেরসমস্যা।
মাত্রা ও সেবনবিধি:
১-২ ক্যাপসুল দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পেটের ব্যথায় ২ ক্যাপসুল হালকা গরম পানিসহ এবং অন্যান্য ক্ষেত্রে খাওয়ার পর পানিসহ সেব্য। উত্তম ফল লাভের জন্য ঔষধটি ১৫ দিন অথবা প্রয়োজনে আরো বেশি দিন সেবন করতে হবে।
পার্শ্ব- প্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য বিরূপক্রিয়া পরিলক্ষিত হয় নি।
প্রতিনির্দেশ:
গর্ভবতী ও বৃক্করোগ গ্রস্থ রোগী এবং গ্যাসলোমেড ক্যাপসুলের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে ঔষধটি সেবন সমীচীন না।
সতর্কতা:
সরাসরি আলো থেকে দূরে, শুষ্ক ও শীতল স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
পরিবেশনা:
৩×১০ ব্লিস্টার স্ট্রীপে ইনসার্টসহ পরিবেশিত।